বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

লালমোহনে ৭টি ক্লিনিককে ৫৩ হাজার টাকা জরিমানা , ৪টি বন্ধ রাখার নির্দেশ 

লালমোহনে ৭টি ক্লিনিককে ৫৩ হাজার টাকা জরিমানা , ৪টি বন্ধ রাখার নির্দেশ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
সারা বাংলাদেশ  অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী  লালমোহনের ৭ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিন মেডিকেল প্রাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে পৌর শহরের বিভিন্ন স্থানের ৭টি ক্লিনিককে ৫৩ হাজার টাকা জরিমানা এবং একইসাথে অনুমোদনহীন ৪টি ক্লিনিককে বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার সন্ধ্যায় এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মোহসিন খান।
জরিমানা করা ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো : গ্রীণ লাইফ ডায়াগনষ্টিক সেন্টার কে ২০ হাজার, জিয়া মেডিকেল হল ও ডায়াগনস্টিক সেন্টার কে ৫ হাজার, হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টার কে ৩ হাজার, লালমোহন ডায়াগনষ্টিক সেন্টার কে ১০ হাজার, নিউ মডার্ন ডায়াগনষ্টিক সেন্টার কে ৫ হাজার, লালমোহন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার কে ৫ হাজার ও মুন ল্যাব ডায়াগনষ্টিক সেন্টারকে ৫ হাজার টাকা। একইসাথে ক্লিনিক পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিয়া মেডিকেল হল এন্ড ডায়াগনস্টিক সেন্টার,  গ্রীণ লাইফ ডায়াগনষ্টিক সেন্টার, সেবা মেডিকেল সেন্টার ও ইসলামিয়া মেডিকেল সেন্টার কে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব কুমার হাজরা বলেন, জনস্বার্থে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech