ভোলা ভেলুমিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টারের সভাপতিত্বে ইউপি সচিব মোঃ ফরহাদ হোসেন উক্ত বাজেট পেশ করেন। বাজেটে আনুষ্ঠানিক ঘোষণাকালে উপস্থিত ইউপি সদস্য ও সদস্যাগণ অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের কাজ গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধ সেনিটেশন জন্ম নিবন্ধন ও করোনা ভ্যাকসিন দেওয়ার এবং মার্কস ব্যবহারের আহ্বান জানান। ইউপি সচিব হোসেন জানান আগামী 2022 23 অর্থবছরের জন্য ভেলুমিয়া ইউনিয়নের বাজেট আয় এক কোটি 52 লাখ 550 টাকা ধরা হয়েছে এবং উদ্বৃত্ত ধরা হয়েছে চার লাখ 500 টাকা ।বাকি টাকা ব্যায় হিসাবে এক কোটি 95হাজার 550 টাকা ধরা হয়েছে ।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ্্্মোঃ রাজীব,হারুন মাল ,কামাল মাতাব্বর ও রাবেয়া বেগম ,রহিমা বেগম এবং সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মহসিন খান ও মোঃ হারুন মোল্লা এবং মোঃ জুয়েল স্যার প্রমূখ।