ভোলা প্রতিনিধি।। ভোলা সদর গার্লস স্কুল এর এক ছাত্রী কে ইভটিজিং করার অপরাধে রাকিব নামে একজন ইভটিজিং কারী কে গ্রেফতার করে পুলিশ। থানাও অভিযোগ কারী সূত্র জানায়, ভোলা সদর গার্লস স্কুল পড়ুয়া এক ছাত্রী কে ইভটিজিং করার অপরাধে ভোলা থানা পুলিশ অফিসার ইমতিয়াজ সোহাগ ইভটিজিং কারী রাকিব কে 4 জূন বিকেলে আটক করে থানায় নিয়ে আসে।ঐ অভিযোগ কারী জানান, প্রায়শই উক্ত রাকিব নামে ইভটিজিং কারী বিভিন্ন ইস্কুল গামী মেয়ে কে একা পেলেই নানান রকম অশোভন আচরণ সহ গায়ে হাত দিয়ে থাকে। তাকে জেল হাজতে পাঠানোর পাশাপাশি অন্যান্য ইভটিজিংয়ের শিকার হন ঐসব ইভটিজিং কারী কে আটক করারও দাবি জানান। ভোলার বিভিন্ন ইস্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের রাতে ইভটিজিংয়ের শিকার হতে না হয়, সেই জন্য পুলিশ প্রশাসন টহল জোরদার করার জন্য অনুরোধ করেন।