বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রাজাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

রাজাপুর ॥ “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজাপুর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০ টায় থানার সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।

রাজাপুর থানার সেকেন্ট অফিসার এসআই শাহজাদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক এ্যাড. এএইচ এম খায়রুল আলম সরফরাজ, জেলা আওয়ামীল এর বিজ্ঞান বিষয়ক সম্পাদক এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, মঠবাড়ি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার সহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech