স্টাফ রিপোর্টার:
বরিশালে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজ্ঞা ফাউন্ডেশন” এর আয়োজনে ও “বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি” এর পৃষ্ঠপোষকতায় ০২ জুলাই ২০২২, রোজ শনিবার বরিশাল সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে তরুন উদ্যোক্তাদের নিয়ে একটি মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-
বিসিক শিল্প মালিক সমিতি এর সাধারণ সম্পাদক ও জেআইবি এগ্রো ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহীম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি এর কোষাধ্যক্ষ ও বিসমিল্লাহ পলিমার ইন্ডাস্ট্রি এর স্বত্তাধিকারী নাজমুন নাহার রিনা;
বিসিক শিল্প মালিক সমিতি এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন তালুকদার;
সাঈম এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামীম।
মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও এফএফএল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী।
কৃষক বাড়ী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ সহ অনেকে।
অনুষ্সঠানে ভাপতিত্ব করেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উর্বশী এনজিও এর নির্বাহী পরিচালক লিলা দত্ত।
সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং প্রজ্ঞা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী সুভাশীষ দাস সুভাষ।
সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন আলোচনা করেন বরিশালের ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকরা, নিজস্ব অনুভূতি ও মত বিনিময় আলোচনা করেন অংশগ্রহনকারী উদ্যোক্তারা, ব্যাংকিং সুযোগ-সুবিধা বিষয়ক আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি মাহাবুবা শারমিন কলি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া অতিথিদের সম্মাননা প্রদান, তরুন উদ্যোক্তাদের সম্মাননা প্রদান সহ দুপুরের মহাভোজ অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ এর মাধ্যমে উক্ত আনন্দঘন মিলনমেলা ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রজ্ঞা ফাউন্ডেশন বরিশালে ০৫ বছরের বেশি সময় যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক, মানবিক, আত্ম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।