বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

প্রজ্ঞা ফাউন্ডেশনের আয়োজনে বরিশালে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২২ অনুষ্ঠিত

প্রজ্ঞা ফাউন্ডেশনের আয়োজনে বরিশালে উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা-২০২২ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বরিশালে স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “প্রজ্ঞা ফাউন্ডেশন” এর আয়োজনে ও “বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি” এর পৃষ্ঠপোষকতায় ০২ জুলাই ২০২২, রোজ শনিবার বরিশাল সদর রোডস্থ কীর্তনখোলা মিলনায়তনে তরুন উদ্যোক্তাদের নিয়ে একটি মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন-
বিসিক শিল্প মালিক সমিতি এর সাধারণ সম্পাদক ও জেআইবি এগ্রো ফুড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহীম খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
বরিশাল বিসিক শিল্প মালিক সমিতি এর কোষাধ্যক্ষ ও বিসমিল্লাহ পলিমার ইন্ডাস্ট্রি এর স্বত্তাধিকারী নাজমুন নাহার রিনা;
বিসিক শিল্প মালিক সমিতি এর শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ বাবুল হোসেন তালুকদার;
সাঈম এগ্রো ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম শামীম।
মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও এফএফএল বিডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মামুনুর রশীদ নোমানী।
কৃষক বাড়ী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ সহ অনেকে।
অনুষ্সঠানে ভাপতিত্ব করেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উর্বশী এনজিও এর নির্বাহী পরিচালক লিলা দত্ত।
সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং প্রজ্ঞা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী সুভাশীষ দাস সুভাষ।
সকাল ৯:৩০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত উক্ত অনুষ্ঠানে উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন আলোচনা করেন বরিশালের ১৩ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকরা, নিজস্ব অনুভূতি ও মত বিনিময় আলোচনা করেন অংশগ্রহনকারী উদ্যোক্তারা, ব্যাংকিং সুযোগ-সুবিধা বিষয়ক আলোচনা করেন আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি মাহাবুবা শারমিন কলি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিরা তাদের অভিজ্ঞতা ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন।
এছাড়া অতিথিদের সম্মাননা প্রদান, তরুন উদ্যোক্তাদের সম্মাননা প্রদান সহ দুপুরের মহাভোজ অনুষ্ঠিত হয়। সবশেষে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ এর মাধ্যমে উক্ত আনন্দঘন মিলনমেলা ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য, প্রজ্ঞা ফাউন্ডেশন বরিশালে ০৫ বছরের বেশি সময় যাবৎ স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে সামাজিক, মানবিক, আত্ম উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech