বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে

দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে

স্বাস্থ্য ডেস্ক :
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১ জন। শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ। গতকালের থেকে আজ মৃত্যু ও সংক্রমণের সংখ্যাও কম।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ শুক্রবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আজ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ২২৫ জনের। মারা যাওয়াদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে করোনায় মোট ১৮ হাজার ৬৫৩ জন পুরুষ মারা গেছে। নারী মারা গেছে ১০ হাজার ৫৭২ জন। আজ করোনায় মারা যাওয়া একজন ঢাকা বিভাগের। বাকি একজন খুলনা বিভাগের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১ হাজার ৯৫৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮০টি ল্যাবরেটরিতে ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ এবং ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়ায় ১১ দশমিক ৫৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশদিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech