বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

কমনওয়েলথ গেমস; টেবিল টেনিসের দলগত ইভেন্টের শেষ আটে বাংলাদেশ

কমনওয়েলথ গেমস; টেবিল টেনিসের দলগত ইভেন্টের শেষ আটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 
কমনওয়েলথ গেমসের আসরে ছেলেদের টেবিল টেনিসে দলগত প্রতিযোগিতায় শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ। গায়ানাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ডাবলসে মুহতাসিন আহমেদ হৃদয় ও রামহিমলিয়ান জুটি হারিয়েছেন ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে।

এরপর সিঙ্গেলসে রিফাত সাব্বির ৩-১ ব্যবধানে হেরে যান ব্রিটেনের কাছে।‌ কিন্তু তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙেকে হারিয়ে বাংলাদেশকে এগিয়ে নেন।

রামহিমলিয়ানকে চতুর্থ ম্যাচে ৩-০ তে হারিয়ে খেলা জমিয়ে তুলে গায়ানা। ম্যাচ নির্ধারণী সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। শেষ পর্যন্ত সাব্বির ৩-২ ব্যাবধানে ম্যাচ জিতে বাংলাদেশকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech