বিনোদন ডেস্ক :
ভারতে এখন দক্ষিণি চলচ্চিত্রের জয়জয়কার। সেই হিসেবে বলিউডি ফিল্মের বক্স অফিস কালেকশন গলা উঁচিয়ে বলার মতো নয়। এ বছর বড় তারকা আর বড় বাজেটের বেশ কয়েকটি বলিউডি সিনেমা সুপার ফ্লপ হয়েছে।
সেই বিবেচনায় বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি, অনিল কাপুর, নীতু কাপুর অভিনীত ‘যুগ যুগ জিয়ো’ সিনেমার সাফল্যের কথা বলাই যায়। ভারতসহ আন্তর্জাতিক বাজারে বেশ ভালো সংগ্রহ করেছে সিনেমাটি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, গত ২৪ জুন মুক্তি পায় বরুণ ধাওয়ান ও কিয়ারা আদভানির এন্টারটেইনার ‘যুগ যুগ জিয়ো’। রাজ মেহতা পরিচালিত এ সিনেমা বিশ্বব্যাপী ১৩০ কোটি রুপির বেশি সংগ্রহ করেছে। ভারতের বক্স অফিসে কালেকশন ছাড়িয়েছে ৮৫ কোটি রুপি।
পোর্টালটির দাবি, বক্স অফিস কালেকশনে এ সিনেমা চলতি বছরে বলিউডের চতুর্থ সর্বোচ্চ সংগ্রাহক।
সম্প্রতি এ সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ২১০টি দেশ ও অঞ্চলে সিনেমাটি দেখা যাচ্ছে। মুক্তির তিন দিনে মোস্ট ওয়াচড তকমাও মিলেছে। ইনস্টাগ্রাম স্টোরিতে এ অর্জন শেয়ার করেছে সিনেমাটির টিম।
রাজ মেহতা পরিচালিত ‘যুগ যুগ জিয়ো’ প্রযোজনা করেছে ধর্ম প্রডাকশনস। বিবাহিত দম্পতির বৈবাহিক নানান সমস্যাকে উপজীব্য করে সিনেমাটির গল্প এগিয়েছে। এতে আরও অভিনয় করেছেন মনীশ পাল, প্রযক্তা কলি ও তিসকা চোপড়া।