স্পোর্টস ডেস্ক :
জিম্বাবুয়ে সফরে অপেক্ষাকৃত নতুন দল নিয়ে গেলেও খুব একটা চ্যালেঞ্জের মুখোমুখি হবে টাইগাররা তা কেউই আশা করেনি। তবে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াতে সবাই অবাক, দলের অভিজ্ঞ মুখদের বিশ্রামে রেখে তারুণ্যে ভরসা করা বাংলাদেশ যেন ছন্নছাড়া। ১৭ রানের হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। বলে ব্যাটে দারুণ নৈপুণ্য দেখিয়ে সহজে জিতে নিয়েছে দ্বিতীয় ম্যাচটি।
হারারে স্পোর্টস ক্লাব রোববার (৩১ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ লিটন দাসের দারুণ অর্ধশতকে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল টাইগাররা।
এদিন বল হাতে মোসাদ্দেক হোসেনের পাঁচ উইকেট শিকারে খুব একটা সুবিধা করতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। সিকান্দার রাজার ৬২ রানের ইনিংস স্বত্বেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রান সংগ্রহ করে তারা। জবাবে লিটন দাসের ৩৩ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৫ বল হাতে রেখেই সাত উইকেটে জয় পায় সফরকারী বাংলাদেশ।