বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তরুণদের অনুপ্রেরণার নাম আরনল্ড শোয়ার্জনেগার

তরুণদের অনুপ্রেরণার নাম আরনল্ড শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক :
আর্নল্ড শোয়ার্জনেগারের নাম শুনলেই চোখের সামনে ভেসে আসে এক শক্তিশালী শরীরের অধিকারী মানবের কথা। বয়সের হিসাবে তিনি প্রবীণদের কাতারে থাকলেও তার শারীরিক গঠন এখনকার অনেক তরুণের ফিট থাকার অনুপ্রেরণা।

তিনি একাধারে অভিনেতা, বডিবিল্ডার, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। ১৯৪৭ সালের ৩০ জুলাই তার জন্ম। তিনি ১৫ বছর বয়স থেকে ভারোত্তোলন শুরু করেন। মাত্র ২০ বছর বয়সেই মিস্টার ইউনিভার্স হন।

সাত বার মিস্টার অলিম্পিয়া প্রতিযোগিতায় তিনি চ্যাম্পিয়ন হয়েছেন। অবসর নেয়ার পরও শোয়ার্জনেগার বডিবিল্ডিং জগতে একজন প্রখ্যাত ব্যক্তি। শরীর গঠন বিষয়ে তিনি একাধিক বই ও নিবন্ধ লিখেছেন।

শোয়ার্জনেগার রিপাবলিকান পার্টির একজন প্রার্থী হিসেবে ২০০৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচিত হন এবং তৎকালীন গভর্নর গ্রে ডেভিসের স্থলাভিষিক্ত হন। ২০০৩ এর ২৩ নভেম্বর এই অভিনেতা গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০০৬ সালের ৭ নভেম্বর তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে পুনর্নির্বাচিত হন।

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ মানব ইতিহাসের ‘সুন্দর ও সুঠাম চেহারা’-এর অধিকারী হিসেবে লেখা রয়েছে আর্নল্ড-এর নাম। নিজের দীর্ঘ সিনেমার ক্যারিয়ারে একবারই মাত্র গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন ১৯৭৭ সালে জেফ ব্রিজেস পরিচালিত ‘স্টে হাংরি’ সিনেমায় দারুন অভিনয়ের জন্য। ‘দ্য টার্মিনেটর’, ‘কোনান দ্য বার্বারিয়ান’, ‘প্রিডেটর’ তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। এছাড়াও তিনি প্রায় ৫৮টি হলিউড সিনেমায় অভিনয় করেছেন।

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech