স্পোর্টস ডেস্ক:
বরিশাল স্টেডিয়ামে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৪ দিনের যুব আন্তর্জাতিক ম্যাচের চতুর্থ ও শেষ দিনের খেলা। প্রখর রোদ উপেক্ষা করে আজও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি হয় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে।
আগের দিনের ৩ উইকেটে ১৫৫ রান নিয়ে আজ মাঠে নামেন শ্রীলঙ্কার দুই অপরাজিত ব্যাটসম্যান দিনুশা (৬৯ বলে ১টি ছয় ও ৫টি চারের সহায়তায় ৪৬ রান) এবং অধিনায়ক নিপুন (৪০ বলের মোকাবেলায় ১টি চারের সাহায্যে ১৮ রান)।
চতুর্থ দিনের খেলা শুরুর পর বেশিক্ষণ দীর্ঘ হয়নি আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানের ইনিংস। মাত্র ১২ রান যোগ করে ব্যক্তিগত ৫৮ রানে স্পিনার সিয়ামের শিকার হয়ে প্যাভেলিয়নে ফেরেন তিনি। তার পদাঙ্ক অনুসরণ করে অধিনায়ক নিপুনও সাঁজঘরে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। আরেক ব্যাটসম্যান চিহান আউট হন ব্যক্তিগত ১৫ রানে।
ক্রিজে রয়েছেন দুনিখা ও কাভিষকা।
আজকের ৩টি উইকেটই ঝুলিতে নেন বাংলাদেশি স্পিনার সিয়াম। গতকাল আসাদুল্লা-হিল গালিব ২টি এবং নোমান চৌধুরী ১টি উইকেট শিকার করেন।
মধ্যাহ্ন ভোজে যাওয়ার আগে শ্রীলঙ্কা যুবাদের সংগ্রহ ৭৪ ওভারে ৬ উইকেটে ২৯২ রান।