বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশ

ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে নিয়ে সতর্ক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : 
ফেভারিট হয়েই জিম্বাবুয়ে সফরে উড়াল দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে মিলিয়ে গেছে সেই তকমা। টি-টোয়েন্টিতে বরং বাংলাদেশের ওপর আধিপত্য দেখিয়ে খেলেছে স্বাগতিকরা। সিরিজও জিতে নিয়েছে ক্রেইগ আরভিনের দল। তাইতো ওয়ানডে সিরিজের আগে জিম্বাবুকে নিয়ে সতর্ক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতিছে জিম্বাবুয়ে। এবার দুদলের দেখা হবে ওয়ানডে ক্রিকেটে। হারারেতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের ক্রিকেট নিজেদের প্রিয় ফরম্যাট হলেও জিম্বাবুয়েকে সমীহ করছে বাংলাদেশ।

মূল লড়াইকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম জানিছেন, নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে খেলছে বলেই তাদের বিপজ্জনক ভাবছেন তিনি।

অধিনায়ক বলেছেন, ‘দুই দলের শক্তি বিচার করলে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। টি-টোয়েন্টিতে তো জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো খেলেছে বলেই সিরিজ জিতেছে। এখানেও একই কথা। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।’

জিম্বাবুয়েকে সমীহ করলেও নিজেদের ভুল শুধরে প্রক্রিয়া মেনে খেলবে বাংলাদেশ। তামিম বলেছেন, ‘এত দিন ধরে আমরা যেটা সঠিকভাবে করে এসেছি, সেটিই করতে হবে। আর যে জিনিসগুলো ঠিকঠাক করিনি, ভুল করেছি, সেগুলো ঠিক করতে হবে। মোটকথা, প্রক্রিয়াটা যথাযথভাবে অনুসরণ করতে হবে। কঠিন পরিস্থিতিতেও আমরা যেন ভালো করতে পারি।’

বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, ‍মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: রায়ান বার্ল, রেগিস চাকাবা, ব্র্যাডলি ইভান্স, লুক জংগুয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ওয়েসলে মাধভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনিয়ঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড গাভারা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা ও মিল্টন শুম্বা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech