বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দেশে জ্বালানি খাতে লোকসান ছাড়াল ৮ হাজার কোটি টাকা

দেশে জ্বালানি খাতে লোকসান ছাড়াল ৮ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট :
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এতে প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। এরই মধ্যে পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির লোকসান ছাড়িয়েছে আট হাজার কোটি টাকা। সেই দাম সমন্বয়ের কথা ভাবছে সরকার। খোদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আজ শুক্রবার রাজধানীতে তাঁর বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রয়োজন। তবে, জনগণের দুর্ভোগ হয়, এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। সরকার একটি মেকানিজম বের করার চেষ্টা করছে, যাতে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেলে এখানেও বৃদ্ধি পায়। আবার কমে গেলে স্বয়ংক্রিয়ভাবে কমে যায়।’

পেট্রোল অকটেন নিয়ে সরকারের চিন্তা নেই, উল্লেখ করে নসরুল হামিদ জানা, ‘ডিজেল নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরিবহন সেক্টরে। সে দিকটাও সরকার বিবেচনা করছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় লোকসান গুনতে হচ্ছে। এখানে কোন ভর্তুকি নেই, সব লোকসান দিচ্ছে বিপিসি।’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে দাম বৃদ্ধির তোড়জোড় কেনো—প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘কতটা কমেছে, সে বিষয়টি বুঝতে হবে। দর উঠেছিল ১৭০ ডলারে, এখন বিক্রি হচ্ছে ১৩৪ ডলার। ৭৯ ডলারের উপরে গেলে লোকসান দিতে হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি গ্যাসের যে দাম বাড়ানো হয়েছে তা ২০২১ সালের দরে। যুদ্ধের কারণে অনেক দাম বেড়ে গেছে, এখন আবার সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech