বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

চট্টগ্রামে বন্ধ গণপরিবহণ

ডেস্ক রিপোর্ট : 
জ্বালানি তেলের দাম বাড়ায় গণপরিবহণ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপ। ভাড়ার হার পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত নগরীতে ঘুরবে না বাসের চাকা। এদিকে, গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় অনেক ফিলিং স্টেশন। এতে জায়গায় জায়গায় বিক্ষোভ করেন চালক-মালিকেরা।

মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি মো. বেলাল বলেন, ‘ভাড়ার হার পুনর্নির্ধারণ না হলে নানা সমস্যা সৃষ্টি হবে। অন্যদিকে, লোকসানে গণপরিবহণ চালানো সম্ভব হবে না। ফলে গণপরিবহণ বন্ধ রাখা হয়েছে।’

এদিকে, গতকাল শুক্রবার জ্বালানি তেলের নতুন দাম ঘোষণার পরপরই চটগ্রামে তেল বিক্রি বন্ধ করে ফিলিং স্টেশন মালিক ও সংশ্লিষ্টরা সটকে পড়েন। নগরীর প্রায় সব পেট্রোল পাম্পই একযোগে বন্ধ হয়ে যায়।

রাত ১১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় এমন চিত্র।

এ সময় বন্ধ ছিল দামপাড়ার সিএমপি ফুয়েল স্টেশন, ষোলশহর সেনাকল্যাণ, বাদশা মিয়া পেট্রোল পাম্প। ঈদগাহ, বন্দর এলাকাসহ নগরীর অন্যান্য সব পাম্প বন্ধ থাকতে দেখা যায়।

এ সময় বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালকসহ মালিকএরা ক্ষোভে ফেটে পড়েন। অনেক জায়গায় তেল না পেয়ে বিক্ষোভ করেন তাঁরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech