বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভাড়া সমন্বয়ে লঞ্চ মালিকদের বৈঠক

ভাড়া সমন্বয়ে লঞ্চ মালিকদের বৈঠক

ডেস্ক রিপোর্ট : 
সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার সকালে লঞ্চ মালিকেরা বৈঠক করেছেন। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাঁদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবেন শিগগিরই। তবে, বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারণ হয়নি।

এর আগে গতকাল শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech