স্পোর্টস ডেস্ক :
বর্তমান ছন্দটা মন্দ নয়। দলের হাল ধরার সামর্থটাও দেখিয়ে চলেছেন। আফিফ হোসেন ধ্রুব’র ব্যাটিং পজিশন নিয়েও তাই উঠছে প্রশ্ন। অনেকেই মনে করছেন আফিফকে শেষের দিকে নামানোয় তিনি তার সেরাটা দিতে পারছেন না। তবে এবার লোয়ার মিডল থেকে টপে চলে আসতে পারেন আফিফ। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনই সেই ইঙ্গিতই দিয়েছেন।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের খালেদ মাহমুদ বলেছেন, ‘আমরা সেখানেই ওকে সুযোগ দেব। আমরা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে আফিফকে চিন্তা করছি। হি ইজ আ ডায়নামো। আমার মনে হয়, সে আত্মবিশ্বাসী একটা ছেলে। শেষ দুটি সিরিজে দারুণ ব্যাটিং করেছে। ওয়ানডেতেও ভালো খেলেছে। আমরা আফিফকে সে জায়গাটা দেব। কারণ, সে আমাদের ভবিষ্যৎ।’
খালেদ মাহমুদ আরও বলেন, ‘সবচেয়ে বড় কথা, সে আক্রমণাত্মক। এটাই আমরা দলের মধ্যে চাই। বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তৈরি হচ্ছে। অবশ্যই তাকে আমাদের সে সুযোগটা করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব।’
জিম্বাবুয়ে সফর শেষে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও আফিফের প্রশংসা করেছেন। তিনিও বলেছিলেন, আফিফকে আফিফের মতো করেই খেলতে দেওয়া উচিত?