বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

নারী ক্রিকেটের এফটিপিতে ৩০১টি আন্তর্জাতিক ম্যাচ

নারী ক্রিকেটের এফটিপিতে ৩০১টি আন্তর্জাতিক ম্যাচ

স্পোর্টস ডেস্ক : 
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ মঙ্গলবার প্রথমবারের মতো নারী ক্রিকেটের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) ঘোষণা করেছে। এই বছর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলো হবে। এই সময়ে ৩০১টি আন্তর্জাতিক ম্যাচ হবে। এর মধ্যে সাতটি টেস্ট, ১৩৫টি ওয়ানডে এবং ১৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ হবে

এই সময়ে ১০টি দল— অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ আটটি করে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলবে। অবশ্য ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলবে না। ক্রিকবাজের খবরে জানা গেছে এই তথ্য।

এফটিপির আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো ২০২৫ সালের শুরুতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার মাল্টি ফরম্যাটের অ্যাশেজ সিরিজটি একটি স্বতন্ত্র সিরিজ হবে। সেই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে পুরুষদের অ্যাশেজ।

এই সময়ের মধ্যে ইংল্যান্ড পাঁচটি টেস্ট খেলবে, অস্ট্রেলিয়া খেলবে চারটি, দক্ষিণ আফ্রিকা তিনটি এবং ভারত দুটি টেস্ট খেলবে।

আইসিসি ক্রিকেটের মহাব্যবস্থাপক ওয়াসিম খান বলেন, ‘নারী ক্রিকেটের জন্য এটি বিশাল ব্যাপার। এই এফটিপি শুধু ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না বরং আগামী বছরগুলোতে নিশ্চিত বৃদ্ধি পেতে পারে, এমন একটি কাঠামোর ভিত্তিও তৈরি করে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech