বিনোদন ডেস্ক :
সিনেমা হলে মুক্তি পাওয়ার আগেই দর্শকের মনে নানা কৌতূহল সৃষ্টি করেছে বলিউডের নতুন ছবি ‘ব্রহ্মাস্ত্র’। দর্শকের আগ্রহের যখন কমতি নেই আসন্ন ছবিটি নিয়ে, ঠিক তখনই ছবির পরিচালক তার ইনস্টাগ্রামে জানালেন নতুন তথ্য।
‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে ভারতীয় মিডিয়ার নানান সাক্ষাৎকারে বলতে শোনা গেছে, হিন্দুদের ধর্মীয় গ্রন্থ পুরাণের ওপর ভিত্তি করেই ব্রহ্মাস্ত্র ছবির গল্প তৈরি করা হয়েছে। তিনি এ ছবি তৈরির আইডিয়া পেয়েছেন।
তবে এ ছবির আইডিয়া তিনি কোথা থেকে পেলেন, তা নিয়ে কখনো কিছু না বললেও এবার তার ইনস্টাগ্রামে সে বিষয়ে দর্শককে জানিয়েছেন। তিনি জানান, ছোটবেলায় বাড়িতে দেখা দুর্গাপূজা দেখে তিনি এই ছবি তৈরির আইডিয়া পেয়েছেন। তা ছাড়া শৈশবে বাবার কাছে শোনা পুরাণের গল্পও তাকে ভীষণ ভাবিয়ে তোলে, যা তিনি চার কোনা ফ্রেমের রুপালি পর্দায় দর্শকের সামনে হাজির করতে চান। ছোটবেলার দুর্গাপূজার ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই পরিচালক।
মুক্তি প্রতীক্ষিত এই ছবি তৈরির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। কিন্তু ছবির প্রযোজক করণ জোহর চান ট্রিলজি হিসেবে ব্রহ্মাস্ত্র তৈরি করতে। তাই চার বছর অপেক্ষা করার পর ২০১৮ সালে এই ছবির প্রথম শুটিং শুরু করেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
এ ছবির কেন্দ্রীয় নারী চরিত্র ইশার ভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। আর ছবির মুখ্য চরিত্র শিবের ভূমিকায় অবতীর্ণ হবেন রণবীর কাপুর। শোনা যায়, এ ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। প্রেমের পরিণতি দিতে চলতি বছরের ১৪ এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন দুই তারকা।
ছবির পরিচালক আরও জানান, ‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। সিনেমাটির সঙ্গে যুক্ত আছেন মহারথী অমিতাভ বচ্চন আর নাগার্জুনের মতো তারকাও।
ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মনি রায়কে। বলিউড বাদশাহ কিং খানকে দেখা যাবে বিজ্ঞানী ক্যামিও চরিত্রে অভিনয় করতে। ছবিতে আরও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জরের মতো অভিনয়শিল্পীরা। ট্রেলার প্রকাশ্যে এলেও সিনেমা হলে ছবিটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।