বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সবাই বাংলাদেশের সঙ্গে খেলতে চায়, বললেন পাপন

সবাই বাংলাদেশের সঙ্গে খেলতে চায়, বললেন পাপন

স্পোর্টস ডেস্ক : 
ক্রিকেটে চলতি বছর খুব ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। আগামী চার বছরের চক্রেও থাকবে আরও ব্যস্ততা। আন্তর্জাতিক ক্রিকেটের আগামী চার বছরের ভবিষ্যৎ সফরসূচি (ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি) চূড়ান্ত করেছে আইসিসি।

যেখানে আগামী দুই চক্র মানে ২০২৩ সাল থেকে ২০২৫ এবং ২০২৫ সাল থেকে ২০২৭ পর্যন্ত সব মিলিয়ে মোট ১৫০টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যে বাংলাদেশ এই সময়ে খেলবে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি।

আগামী চক্রে সব দলের সঙ্গেই খেলা আছে বাংলাদেশের। বিষয়টি যেমনই চ্যালেঞ্জের তেমনি খুশিরও মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আইসিসির নতুন এফটিপি দেখে পাপন জানালেন, সবদেশই খেলতে চায় বাংলাদেশের বিপক্ষে।

নতুন এফটিপি নিয়ে আজ বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘ক্রিকেটার শুধু নয়, কোচিং স্টাফদের কথা চিন্তা করুন, কেউ নিঃশ্বাস ফেলার সময় পাবে না। সবচেয়ে বেশি ম্যাচ এখন আমাদের। এখনকার এফটিপি অবিশ্বাস্য। আমরা সৌভাগ্যবান। যে পরিমাণ খেলা পেলাম, এতে অনেকগুলো ব্যাপার ফুটে ওঠে। আইসিসি বলেন বা অন্য দেশগুলো, তারা বাংলাদেশকে এখন গুরুত্ব দিচ্ছে। আমাদের সঙ্গে খেলতে চাচ্ছে।’

তবে গর্বের সঙ্গে চ্যালেঞ্জও দেখছেন পাপন। তিনি বলেছেন, ‘এফটিপির বাইরেও খেলা আছে। আলাপ-আলোচনা চলছে আরও খেলার। আইসিসি, এসিসি ইভেন্ট তো আছেই। অবিশ্বাস্য ব্যাপার। অনেক বড় চ্যালেঞ্জ এটি। আমাদের জন্য গর্বের ব্যাপার যে এত খেলা পেয়েছি, কিন্তু এটাকে ম্যানেজ করা, সামলানো অনেক বড় চ্যালেঞ্জ। এটা নিয়ে বোর্ডের সবার সঙ্গে আলোচনা বসেছিলাম।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech