বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

হাউস অব ড্রাগনের প্রথম পর্বেই ১ কোটি দর্শক!

হাউস অব ড্রাগনের প্রথম পর্বেই ১ কোটি দর্শক!

বিনোদন ডেস্ক :
২০০৯ সালের সাড়া জাগানো সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর প্রিকুয়েল ‘হাউস অব ড্রাগন’ এইচবিওতে প্রিমিয়ার হয়েছে গত ২২ আগস্ট। ১০ পর্বের এই সিরিজটির প্রথম পর্বেই প্রত্যাশা পূরণ করতে পারায় প্রায় ১ কোটি দর্শকসংখ্যা ছাড়িয়েছে।

এইচবিওর ওটিটি প্ল্যাটফর্মে প্রথম পর্ব প্রচারের পরপরই সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ দর্শক

‘গেম অব থ্রোনস’-এর ২০০ বছর আগের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে এই সিরিজটি। তাই ‘গেম অব থ্রোনস’-এর সঙ্গে ‘হাউস অব ড্রাগন’-এর প্রিকুয়েলে মিল খুঁজে পাবেন দর্শকরা। আগের সিরিজের মতো এই সিরিজেও ওয়েস্টোরস পটভূমিকে কেন্দ্র করে গল্প সামনের দিকে এগিয়ে গেছে।

সিরিজটিতে একই সঙ্গে ফুটে উঠেছে সহিংসতা, যৌনতা আর ক্ষমতার লড়াইয়ের দৃশ্য। বিগ বাজেটের এই সিরিজটির প্রতি পর্ব তৈরি করতে খরচ করা হয় দুই কোটি ডলার।

আগস্টে সিরিজটি মুক্তি পেলেও এর চিত্রনাট্যের কাজ শুরু হয় ২০২০ সালে। এই সিরিজটিতে অভিনয় করেন প্যাডি কনসিডিন, ওলিভিয়া কুক, ম্যাট স্মিথ, এমা ডারসির মতো তারকারা।

যুক্তরাজ্য,পর্তুগাল, স্পেন ও ক্রোয়েশিয়ায় বিভিন্ন জায়গায় এই সিরিজের শুটিং শুরু হয় ২০২১ সালে। ১০ পর্বের এই সিরিজটির প্রথম সিজনের দ্বিতীয় পর্ব দেখা যাবে আগামী ২৮ আগস্ট।  ফ্যান্টাসির এক ভিন্ন দুনিয়ায় হারিয়ে যেতে চোখ রাখতে পারেন এইচবিওর ওটিটি প্ল্যাটফর্মে।

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech