ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আজ শুক্রবার (৯ সেপ্টেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
আজ শুক্রবার থেকে আগামী রোববার পর্যন্ত বাংলাদেশ শোক পালন করবে। এ সময় জাতীয় পতাকা অর্ধনর্মিত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা।
গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর তথ্য জানায়। দীর্ঘ ৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা ব্রিটিশ রানির মৃত্যুর ফলে তাঁর ছেলে চার্লস এখন রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন।