স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে শ্রীলঙ্কা। আগেই ফাইনাল নিশ্চিত করেছে দুই দল। তাই এ ম্যাচ ফাইনালের আগে আরেকবার ফাইনাল খেলার মতোই।
রান তাড়ার ক্ষেত্রে দুর্দান্ত ফর্মে আছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের প্রথম ম্যাচে আগে ব্যাট করে আফগানিস্তানের কাছে হারে লঙ্কানরা। তবে পরে ব্যাট করে বাংলাদেশের ১৮৪ রানের বড় টার্গেট সহজেই টপকে যায় দাসুন শানাকার দল। সুপার ফোরের ম্যাচে আফগানদের দেওয়া ১৭৬ রানের টার্গেট সহজেই টপকে যায় লঙ্কানরা।
ভারতের বিপক্ষেও সুপার ফোরে রান চেজিংয়ে দারুণ দক্ষতা দেখায় লঙ্কানরা। ১৭৩ রানের বড় টার্গেট ৬ উইকেট হাতে রেখেই টপকে যায় তারা।
বিপরীতে পাকিস্তানের দুই ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই। সুপার ফোরে তারা ভারতকে হারিয়েছে পাঁচ উইকেটে। তবে খেলা গড়িয়েছে শেষ ওভারের পঞ্চম বল পর্যন্ত। আর আফগানদের বিপক্ষে ১৩০ রানের টার্গেটে পাকিস্তানের ১ উইকেটের কষ্টের জয়।
সবমিলিয়ে ফাইনাল খেলতে যাওয়া দুই দলের জন্যই আজকের ম্যাচটা নিয়ম রক্ষার ম্যাচ। তবে এই ম্যাচেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দুই দল। ফাইনালের আগের এই মহড়া প্রতিপক্ষকে বোঝার জন্য দুই দলেরই বড় সুযোগ।