বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন, মাহমুদউল্লাহ যদি বিশ্বকাপের দলে নির্বাচিত না হন তবে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশ এখন ভবিষ্যতের কথা চিন্তা করছে। লাইন-আপে মাহমুদউল্লাহর জায়গা অনিশ্চিত কারণ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে তিনি ১১ ইনিংসে মাত্র ১৮২ রান করেছেন। যাতে মাত্র ১০২.৮২ স্ট্রাইক রেট সহ ১৬.৫৪ গড়।
এ ব্যাপারে নাজমুল হাসান বলেন, ‘বিষয়টি মাহমুদউল্লাহ নয়, আমরা যা বলতে চাই তা হলো টি-টোয়েন্টি সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট। আমরা এটি বুঝতে পারি না। কেন আমরা টি-টোয়েন্টিতে ভালো করতে পারি না, যখন ওয়ানডেতে আমরা ভালো করছি। অথচ একই খেলোয়াড় এবং একই কোচিং স্টাফ— যদিও দল ব্যর্থ হচ্ছে। তাই আমরা কিছু পরিবর্তন আনতে চাই। আমরা যা করছি এই বিশ্বকাপের জন্য নয়। এই বিশ্বকাপ নিয়ে চিন্তা করার কোনো মানে নেই। আমাদের লক্ষ্য পরের বিশ্বকাপ।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘এমন কোনো কোচ নেই রাতারাতি সবকিছু পরিবর্তন করতে পারে। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল প্রস্তুত করছি। সেখানে কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। উত্থান-পতন থাকবে। আমরা চাই দল ভালো করবে।’