ডেস্ক রিপোর্ট :
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) অনুপস্থিত ছিলেন ১৬ হাজার ৬২৭ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে। এদিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হয়।
কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যানুযায়ী- ঢাকা বোর্ডে ৩ হাজার ৭২১, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৮৩, রাজশাহী বোর্ডে ১ হাজার ৭১৯, বরিশাল বোর্ডে ৯৯২, সিলেট বোর্ডে ১ হাজার ১১৯, দিনাজপুরে ১ হাজার ৬৯৬, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৮৬৬, ময়মনসিংহে ১ হাজার ২, যশোর বোর্ডে ১ হাজার ৮২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এদিকে পরীক্ষার প্রথম দিনে বহিষ্কার করা হয়েছে মোট চারজন শিক্ষার্থীকে। তাদের মধ্য ঢাকা ও কুমিল্লা বোর্ডে একজন করে, চট্টগ্রাম বোর্ডে দুইজন রয়েছেন।
যানজটের কথা বিবেচনা করে এবার সকাল ১০টার পরিবর্তে বেলা ১১টায় এসএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার এ স্তরে বিকেলে কোনো পরীক্ষা থাকছে না। এমসিকিউ পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষাকেন্দ্রে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করতে হবে।
১৭ সেপ্টেম্বর বাংলা (আব্যশিক) দ্বিতীয় পত্র ও সহজ বাংলা দ্বিতীয় পত্র, ১৯ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র এবং পরদিন ২০ সেপ্টেম্বর ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং, পরদিন গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা, সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, চারু ও কারুকলা (তত্ত্বীয়), ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) এবং পৌরনীতি ও নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ, পরদিন ২৭ সেপ্টেম্বর ভূগোল ও পরিবেশ, ২৮ সেপ্টেম্বর জীববিজ্ঞান (তত্ত্বীয়) ও অর্থনীতি, ২৯ সেপ্টেম্বর হিসাববিজ্ঞান এবং ১ অক্টোবর উচ্চতর গণিত (তত্ত্বীয়) পরীক্ষার মধ্যদিয়ে শেষ হবে এসএসসি পরীক্ষা।