বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি দিবাস্বপ্ন : ওবায়দুল কাদের

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি দিবাস্বপ্ন : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট :

এই নির্বাচন কমিশনের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবি দিবাস্বপ্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মধুমতি নদীর ওপর নির্মিত কালনা সেতু পরিদর্শনে এসে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

কালনা সেতুর নাম ‘মধুমতি সেতু’ হবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, সেতুটি প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী অক্টোবরেই উদ্বোধন করা হবে।

নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের অধীনেই সেনাবাহিনী, পুলিশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত হবে। সরকার কেবল রুটিন দায়িত্ব পালন করবে। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে পানি ঘোলা করলেও শেষ পর্যন্ত নির্বাচনে না এসে কোনো বিকল্প থাকবে না।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা, পুলিশ সুপার সাদিরা খাতুন, লোহাগড়া পৌর মেয়র মশিউর রহমান, কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামানসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech