বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

দিয়াবাড়ির কাশবনে তরুণীকে ‘গণধর্ষণ’

দিয়াবাড়ির কাশবনে তরুণীকে ‘গণধর্ষণ’

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর দিয়াবাড়ির কাশবনে ২১ বছর বয়সি এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাতে তুরাগ থানাধীন উত্তরা দিয়াবাড়িতে এ ঘটনা ঘটে।

দিয়াবাড়ি বেড়ানোর জন্য জনপ্রিয় স্থান হলেও এলাকাটি নিরাপদ নয়।

গাজীপুরের টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ৯৯৯ নম্বরে খবর পেয়ে টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। সকাল পৌনে ৭টার দিকে এক রিকশাচালক অচেতন অবস্থায় তাকে ওই হাসপাতালে নিয়ে এসেছিলেন।

তিনি আরও জানান, ওই তরুণী তাদের কাছে অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে তুরাগের দিয়াবাড়ি এলাকায় কাশবনে দুই যুবক তাকে গণধর্ষণ করেছে। তবে ঘটনা সম্পর্কে একেক সময় একেক রকম কথা বলছেন ওই তরুণী। যেহেতু দিয়াবাড়ি এলাকাটি তুরাগ থানায় পড়েছে সেজন্য তাকে তুরাগ থানায় নিয়ে যাওয়া হয় এবং থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়া হয়

তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করেছে। জিডি নম্বর-১৬৪৯ (২৮-০৯-২০২২)। তবে ওই তরুণীকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের কাছে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটিও একেক সময় একেক রকম। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। যেহেতু তরুণীর শারীরিক অবস্থা ভালো নয়, সেজন্য তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই তরুণীর বাবার সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তার বাবার বাড়ি ময়মনসিংহ হলেও মা-বাবাসহ পরিবারের সবাই সাভারে থাকেন। আর ওই তরুণী স্বামীর সঙ্গে টঙ্গী এলাকায় থাকতেন বলে জানা গেছে। স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না। স্বামী তাকে মারধর করতেন বলেও অভিযোগ করেছেন তিনি। তরুণী গতকালই তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে ঢাকা এসেছেন। তবে তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।’

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech