বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে রয়েছে ২০ লাখ টাকা পুরস্কার

আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে রয়েছে ২০ লাখ টাকা পুরস্কার

ডেস্ক রিপোর্ট :

আদালত থেকে ছিনিয়ে নেওয়া জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান আজ রোববার এ তথ্য জানিয়েছেন।

মনজুর রহমান বলেন, ‘আদালত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে যে-ই ধরিয়ে দেবেন, তিনিই ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা পুরস্কার পাবেন।’

পলাতক দুই জঙ্গি হলো- মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।

আদালতের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই দুই জঙ্গিই জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ডিএমপির উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, আজ ১২টার দিকে এই দুই জঙ্গিকে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে তোলার জন্য আদালত চত্বরে নিয়ে আসে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। এসময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে করে লাপাত্তা হয়ে যায় তারা।

তিনি আরও জানান, ঢাকা শহর থেকে বের হওয়ার প্রতিটি পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। বের হওয়া গাড়িগুলো কঠোর নজরদারিতে রাখা হয়েছে

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech