স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপে রাতে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিল সমর্থকরা এবারের শিরোপা যাত্রাকে নামকরণ করেছে ‘হেক্সা’ হিসেবে। কাতার বিশ্বকাপ জিতলেই দলটির জন্য হবে ষষ্ঠতম।
২০১৪ বিশ্বকাপে জার্মানির বিপক্ষে সেই ৭-১ ব্যবধানের হার, ১৯৫০ বিশ্বকাপে মারাকানায় ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে হরে স্বপ্নভঙ্গ; এসব কিছু চাপিয়ে নতুন লক্ষ্যে কাতার যাত্রা করবে ব্রাজিল।
তবে কি কাতারের মাটিতে পেলে-রোনালদোদের উত্তরসূরি হতে যাচ্ছেন নেইমার-ভিনিসিয়ুসরা? ২০ বছরের আক্ষেপ ঘুচবে কি? সময়ই বলে দেবে সব প্রশ্নের উত্তর।
ব্রাজিল কোচ তিতে এই ম্যাচের জন্য একাদশটা ইতোমধ্যে সাজিয়ে ফেলেছেন। সেই একাদশ সংবাদ মাধ্যমে ফাঁস হওয়ার গুঞ্জনও আছে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ:
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কুইনহস, থিয়াগো সিলভা, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, ক্যাসেমিরো, নেইমার, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন।