বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ছন্দ ধরে রাখল কুমিল্লা

ছন্দ ধরে রাখল কুমিল্লা

স্পোর্টস ডেস্ক :

শুরুর হতাশা ভুলে বিপিএলে ছন্দ খুঁজে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রাম পর্ব দাপিয়ে এসে ঢাকায় দ্বিতীয় পর্বেও জয়ের ছন্দ ধরে রাখল ইমরুল কায়েসের দল। ঢাকা ডমিনেটর্সকে হারিয়ে রীতিমতো উড়ছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিপিএলে আজ সোমবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ৬০ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন হারের পর জয়ে ফিরে কুমিল্লা তুলে নিল টানা চতুর্থ জয়। অন্যদিকে হতাশায় ডুবে থাকা ঢাকা দেখল নিজেদের ষষ্ঠ হারের দেখা।

টুর্নামেন্টে এই নিয়ে সাত ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে ঢাকা, জিতেছে কেবল প্রথমটিতে। ২ পয়েন্ট নিয়ে অবস্থান সবার নিচে। অন্যদিকে টানা ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কুমিল্লা।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান করে কুমিল্লা। জবাব দিতে নেমে ১০৪ রান করতে পারে নাসির হোসেনের ঢাকা।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি কুমিল্লার। ইনিংসের শুরুতেই বিদায় নেন মোহাম্মদ রিজওয়ান (৩)।  ক্রিজে থিতু হয়েও ফিরে যান লিটন দাস। ডানহাতি এই ওপেনার করেন ২০ রান। সাময়িক চাপ সামলে নেন ইমরুল-চার্লস জুটি। তবে ব্যক্তিগত ২৮ রান করে ইমরুলের বিদায়ের পর চার্লস ফেরেন ৩২ রান করে।

অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও পাননি রানের দেখা, ফিরেছেন ৯ রান করে। খুশদিল ১৭ বলে ৩০ রান করে বিদায় নেন। তখনও দলের রান দেড়শোর ঘরে ছোঁয়নি। তবে শেষ দিকে জাকের আলি অনিকের ২০ এবং আবু হায়দার রনির ১১ রানে ভর করে কুমিল্লার দলীয় রান গিয়ে দাঁড়ায় ১৬৪।

জবাব দিতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ঢাকা। দলীয় ১০ রানে হারায় ওপেনার মিজানুর রহমানকে। পরের ওভারে ফেরেন অফফর্মে থাকা সৌম্য সরকার। এরপর শুধু হতাশাই দেখেছে ঢাকা। একের পর এক মেতেছেন উইকেটে আসা-যাওয়ার মিছিলে।

আজ দায়িত্ব নিতে পারেননি নাসির হোসেনও। ১৫ বলে ১৭ রানে অধিনায়ক বিদায় নিলে ঢাকার হতাশা আরও বাড়ে। শেষ পর্যন্ত জয় তো দূরে, ঢাকা লড়াইও জমাতে পারেনি। থেমে যায় মাত্র ১০৪ রানে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech