পটুয়াখালী ॥ পটুয়াখালীতে র্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস বিতরনের মধ্য দিয়ে ২৮ তম আন্তর্জাতিক ও ২১ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর আয়োজনে এক র্যালি বের করে ডিসি মঞ্চে শেষ হয়।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে “দিবসের প্রতিপাদ্য “অভিগম্য আগামীর পথে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শিলা দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান, সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন, জেলা সিপিব সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জাসদ সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, প্রতিবন্ধী ।
পরে অতিথিবৃন্দ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অক্সিলারি ক্র্যাস প্রদান করেন। সভামঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।