বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

রোনালদোকে নিয়েই দল ঘোষণা করলো পর্তুগাল

রোনালদোকে নিয়েই দল ঘোষণা করলো পর্তুগাল

স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে আলোচনার জন্ম দিয়েছিলেন সাবেক পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস। তবে নতুন কোচ রবার্তো মার্টিনেজ এসে অবশ্য সেই সুযোগ রাখলেন না। রোনালদোকে রেখেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দল ঘোষণা দিয়েছেন পর্তুগাল কোচ।

শুধু রোনালদো নয়, ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখে থাকা পেপেও সুযোগ পেয়েছেন মার্টিনেজের দলে। দুই তারকাকে রেখেই ২৬ জনের দল ঘোষণা করেছে পর্তুগাল।

রোনালদোর দলে থাকা নিয়ে পর্তুগাল কোচ জানিয়েছেন, রোনালদোর বয়সের দিকে না তাকিয়ে অভিজ্ঞতাকেই গুরুত্ব দিয়েছেন তিনি। মার্টিনেজ বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো খুবই প্রতিশ্রুতিশীল খেলোয়াড়। সে দলে অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। দলের গুরুত্বপূর্ণ সদস্যও সে। আমি বয়সের দিকে তাকাই না।’

ইউরোর বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে আগামী শুক্রবার পর্তুগালের প্রতিপক্ষ লিখটেনস্টাইন। পরের ম্যাচে আগামী ২৭ মার্চ তারা খেলবে লুক্সেমবার্গের বিপক্ষে।

পর্তুগালের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক

ডিয়োগো কস্তা, জোসে সা ও রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার

দিওগো ডালোট, জোয়াও ক্যানসালো, দানিলো পেরেইরা, নুনো মেন্ডেস, পেপে, রুবেন দিয়াস, আন্তোনিও সিলভা, গনকালো ইনাসিও, দিওগো লেইট ও রাফায়েল গুয়েরেইরো।

মিডফিল্ডার

জোয়াও পালহিনহা, রুবেন নেভেস, ম্যাথিউস নুনেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, জোয়াও মারিও, ওটাভিও মন্টেইরো ও ভিতিনহা।

ফরোয়ার্ড

ক্রিস্টিয়ানো রোনালদো, গনজালো রামোস, জোয়াও ফেলিক্স, রাফায়েল লিও ও দিওগো জোতা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech