বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
সংবাদ শিরোনাম :
বিশ্বব্যাপী শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ শিরোপা ধরে রাখার মিশনে চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামবে গুজরাট চলচ্চিত্রে দুই যুগ পূর্ণ হল ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের বৃষ্টিতে বন্ধ আইপিএলের ফাইনাল দাম কমলো স্বর্ণের আইপিএল এর ফাইনালে বৃষ্টির পূর্বাভাস, ম্যাচ বাতিল হলে কে হবে চ্যাম্পিয়ন? দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৬৭ জন আমরা সংঘাত-অশান্তি চাই না ,আমরা চাই মানুষের উন্নতি : প্রধানমন্ত্রী বাংলাদেশ আজ এ পর্যন্ত এগিয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। বিসিসি মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাত সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে

৬ বলে ৬ উইকেট

৬ বলে ৬ উইকেট

স্পোর্টস ডেস্ক :

৬বলে ছয় ছক্কা, কিংবা ছয় বলে তিন/চার উইকেট নেওয়ার বিষয়টি হর হামেশাই দেখা যায় ক্রিকেটে। তাই বলে ছয় বলে ছয় উইকেট! কিছুটা অবাক লাগলেও এক ওভারে ৬ উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের এক স্কুল পড়ুয়া ক্রিকেটার।

গতকাল বুধবার (২২ মার্চ) নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফের প্রতিবেদন অনুযায়ী নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুল ও রোটোরোয়া হাইস্কুলের মধ্যকার ম্যাচে এমন ঘটনার জন্ম দেন ম্যাট রোয়ি। তিনি পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের হয়ে এ রেকর্ড গড়েন।

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া রোয়ি বুধবার ম্যাচে ৬ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে নিজের পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন ১৩ বছর বয়সী রোয়ি। ‘সত্যি বলতে পাগলাটে-কাণ্ড। একেবারেই অবিশ্বাস্য ব্যাপার এমন প্রতিক্রিয়া দেখান ম্যাট। শেষ পর্যন্ত ম্যাট ৬ ওভার বোলিং করে ১২ রানে তুলে নেন ৯ উইকেট।

এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বালারাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে এক ওভারে ৬ বলে ৬ উইকেট নিয়েছিলেন অ্যালেড ক্যারি। সেই ওভারে দুটি ক্যাচ, একটি এলবিডব্লু ও বাকি তিন বলে বোল্ড আউট করেন ক্যারি।

তবে আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে কেউ ৬ কিংবা ৫ উইকেট নিতে পারেননি। টেস্ট ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট নেওয়ার নজির আছে। ১৯২৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডের পেসার মরিস অ্যালম। তার সঙ্গে আছেন আরও পাঁচজন—ইংল্যান্ডের ক্রেন ক্রানস্টোন, ফ্রেড টিটমাস, ক্রিস ওল্ড, অ্যান্ড্রু ক্যাডিক ও পাকিস্তানের ওয়াসিম আকরাম।

১৯৯০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে এক ওভারে ৪ উইকেট নিয়েছিলেন আকরাম। এছাড়া টি-টোয়েন্টিতেও রয়েছে এক ওভারে ৪ উইকেট নেওয়ার কীর্তি। লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ও আইরিশ কার্টিস ক্যাম্ফার এই কীর্তি গড়েন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech