বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com
সংবাদ শিরোনাম :
৪১.৩ ডিগ্রি তাপমাত্রা চুয়াডাঙ্গায় রোনালদোকে ৯.৭ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিচ্ছে জুভেন্টাস জাতীয় গ্রিডে গ্যাস দিতে ৪৮টি কূপ খনন করতে চায় পেট্রোবাংলা ‘যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, তারা এখন মাছ-মাংসের চিন্তা করে’ আমিরাতে বৃষ্টিতে গাড়িতে আটকা পড়ে মারা গেলেন দুই জন কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করা উচিত : প্রধানমন্ত্রী স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরিপ্রতি বাড়ল ২০৬৫ টাকা দেশের বাজারে রেকর্ড স্বর্ণের দাম সিনেমা-টিভি খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা হবে : তথ্য প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন

ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন

ডেস্ক রিপোর্ট :
ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী সাধারণের সুবিধার্থে রেল বিভাগ ৯ জোড়া বিশেষ ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। তবে রংপুরের মানুষ এই বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছেন না। এখানকার মানুষের ভরসা আন্তঃনগর ট্রেনই। যার টিকিট পাওয়া সোনার হরিণের চেয়ে দামি।

সূত্রে জানা গেছে, রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেসসহ ৭ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে। এসব ট্রেনের যাতায়াতে এমনিতেই টিকিট পাওয়া যায় না। এ অঞ্চলের মানুষ আশা করেছিল ঈদে হয়তো রংপুরের ভাগে একটি বিশেষ ট্রেন পড়বে। কিন্তু তা না হওয়ায় ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল ১ ও ৩ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম; চাঁদপুর ঈদ স্পেশাল ২ ও ৪ চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর; দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ৫ ও ৬ ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা; ময়মনসিংহ ঈদ স্পেশাল ৭ ও ৮ চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম; ঈদ স্পেশাল ৯ ও ১০ সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদের আগে ৪ দিন এবং ঈদের পরে ৫ দিন চলাচল করবে। এছাড়া শোলাকিয়া ঈদ স্পেশাল ১১ ও ১২ ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার; শোলাকিয়াা ঈদ স্পেশাল ১৩ ও ১৪ ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে। এছাড়া ঈদ স্পেশাল ১ ও ২ বী.মু.সি.ই (পঞ্চগড়)-জয়দেবপুর-বী.মু.সি.ই; ঈদ স্পেশাল ১৫ ও ১৬ ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ১৮ থেকে ২০ এপ্রিল এবং ২৪-২৫ এপ্রিল চলাচল করবে।

রংপুর নগরীর কামালকাছনা এলাকার সামচ্ছোজোহা, আবির ইসলামসহ বেশ কয়েকজন যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঈদের সময় এমনিতেই সড়ক পথে চাপ বাড়ে। ঢাকা থেকে রংপুরে আসতে ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত লেগে যায়। এ অবস্থায় ট্রেনেই ছিল নিরাপদ যাতায়াতের মাধ্যম। রেলমন্ত্রী রংপুর বিভাগের মানুষ। রংপুরের মানুষের কথা ভেবে একটি বিশেষ ট্রেন চালুর দাবি জানিয়ে তারা রেলমন্ত্রীর দৃষ্টি আর্কষন করেন।

রংপুর রেল স্টেশনের সুপার শংকর গাঙ্গুলি বলেন, রংপুরে এখন পর্যন্ত কোন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech