বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশের টেস্টের রেকর্ড এমনিতেই খুব একটা আশাব্যঞ্জক নয়। এর ওপর একটি পরিসংখ্যান বেশ ভাবাচ্ছে বাংলাদেশকে। তা হলো–২০০০ সালে অভিষেক টেস্টে ভারতের কাছে হারের পর সব দেশের সঙ্গে প্রথম টেস্টে পরাজয় সঙ্গী হয়েছে টিম বাংলাদেশের। এবার প্রতিপক্ষ আয়ারল্যান্ড। যাদের সঙ্গে প্রথমবারের মতো খেলছে বাংলাদেশ। তাই ইতিহাস বদলানোর সুযোগ সাকিবের দলের।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনের প্রথম সেশন শেষে ২৬ ওভার ব্যাটিং করে ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৬৫ রান তুলেছে আয়ারল্যান্ড।

শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে আইরিশরা। তবে পেসারদের দাপটে তাদের সেই প্রতিরোধ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১১ রানের মাথায় তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া শরিফুল তুলে নেন প্রথম উইকেট। শরিফুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ওপেনার মারে কামিন্স ১০ বলে ৫ রান করে ফিরে যান। এরপর দলীয় ২৭ রানের মাথায় এবাদতের বলে উইকেটের পেছনে শান্তকে ক্যাচ দিয়ে ফেরেন জেমস ম্যাককলাম।

ম্যাককলামের বিদায়ের পর প্রতিরোধ গড়েন দুই আইরিশ ব্যাটার অ্যান্ড্রু বালবার্নি ও হ্যারি টেক্টর। যদিও তাদের প্রতিরোধও বাংলাদেশের বোলারদের দাপটের সামনে টিকতে পারেনি। দলীয় ৪৮ রানে বালবার্নির বিদায়ে ফের চাপে পড়ে আয়ারল্যান্ড।

শক্তি, সামর্থ্য কিংবা পরিসংখ্যান সবদিক দিয়েই আয়ারল্যান্ড থেকে ঢের এগিয়ে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে যার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এবার টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখার পালা। সেই লক্ষ্যে একমাত্র টেস্টে মাঠে নেমেছে সাকিবের দল।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech