বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

সাকিব-মুশফিকের জুটিতে বাংলাদেশের স্বস্তি

সাকিব-মুশফিকের জুটিতে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক :
ঢাকা টেস্টের প্রথম দিনের একদম শেষ বেলায় তামিম ইকবাল আউট না হলে পুরো দিনটা নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। প্রথম দিনের শেষের মতো দ্বিতীয় দিনের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। শুরুতে মমিনুলকে হারালেও সাকিব-মুশফিকের ব্যাটে ভালো অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ।

আজ বুধবার (৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিন শেষে ১৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুটা চার মেরে করলেও নড়বড়ে ব্যাটিংয়ে মমিনুলের আউট হওয়ার শঙ্কা জেগেছিল। হয়েছেও তাই, দলীয় ৪০ রানে মার্ক অ্যাডাইরের বলে বোল্ড আউট হন মমিনুল। ৩৪ বল খেলে ১৭ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।

মমিনুলের বিদায়ে কিছুটা চাপে পড়লেও সাকিব-মুশফিকের দৃঢতায় খুব ভালোভাবেই শামাল দেওয়া গেছে সেই চাপ। শতরানের জুটি গড়ে বড় লিডের আশা দেখাচ্ছে সাকিব-মুশফিক। ৪৫ বলে সাকিব পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩৫তম ফিফটি। সাকিবের পর ফিফটি পূরণ করেন আরেক ব্যাটার মুশফিকুর রহিম। ৭২ বল থেকে তুলে নেন ক্যারিয়ারের ২৬তম ফিফটি।

মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩৭ ওভার খেলে ৩ উইকেটের বিনিময়ে ১৭০ রান। ৪৪ রানে পিছিয়ে সাকিবের দল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৭ ওভারে ৫.০৪ গড়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ, হারিয়েছে একটি উইকেট।

এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech