শামীম আহমেদ: জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী (মুজিব বর্ষ) পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি । আজ দুপুরে বিআরইউ’র কার্যালয় সভাপতি সুশান্ত ঘোষ এর সভাপতিত্বে মিথুন সাহার সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির এক সভায় মুজিব বর্ষ পালন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় মুজিব বর্ষ পালনের জন্য বিআরইউর সাবেক সভাপতি নজরুল বিশ্বাস কে আহ্বায়ক ও সাবেক সম্পাদক বাপ্পি মজুমদার কে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী দুই বছর নানা কর্মসূচী পালন করবে। সভায় বিআরইউর সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, আলী জসিম, সহ-সভাপতি কামরু ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, কোষাধ্যক্ষ বশির আহম্মেদ ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন রিপোর্টার্স ইউনিটির সার্বিক বিষয় ও মুজিব বর্ষ পালন নিয়ে তাদের নানা মতামত তুলে ধরেন।