পটুয়াখালীর বাউফলে ৯ ডিসেম্বর (সোমবার) আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে জয়িতাদের সম্মাননা ও সনদ পত্র প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন বাউফল উপজেলা নির্বাহি অফিসার পিজুস চন্দ্র দে।
উপজেলা থেকে পাচটি পর্যায়ে পাঁচজন নারীকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করা হয়। এরা হলেন সামজ উন্নয়নে অসামাণ্য অবদানের জন্য মোসা: কামরুন্নাহার, অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য জিন্নাত বেগম, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য সালমা বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করার জন্য পিয়ারা বেগম ও সফল জননী ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা স্বৈরাচার বিরোধী অন্দোলনে নিহত শহিদ সেলিম ও জনপ্রতিনিধি ইব্রাহিম ফারুকের মাতা মোসা: জাহানারা বেগম।
সম্মাননা প্রদানের আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টার দিকে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়[ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বাউফল উপজেলা মহিলা বিষায়ক কর্মকর্তা কানিজ মার্জিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত।
আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও পিজুস চন্দ্র দে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সামসুল আলম মিয়া, কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান হিমু, একাডেমিক সুপার ভাইসজার কে.এম সোহেল রানা।