বোরহানউদ্দিন প্রতিনিধি:
ভোলা জেলার বোরহানউদ্দিনউপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জসিমের স্ত্রী মোসাঃ রুজিনা বেগম কে
জমিজমার বিরোধের জেরে পিটিয়ে ও লাথি মারার ঘটনা ঘটে। এতে করে রুজিনার গর্ভের ৩
মাসের অন্তঃসত্ত্বা সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী রুজিনার।
সরেজমিনে গেলে এই প্রতিবেদক কে রুজিনা কেদেঁ কেদেঁ বলেন ভাই আমাদের সাথে
ইয়াকুব আলী গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। কিন্তু তারা
বেপরোয়া ভাবে এভাবে আমাকে আগাত করবে তা আমার জানা ছিল না। আমি তিন মাসের
অন্তঃসত্ত্বা। ওরা আমাকে বেধরক মারপিট ও লাথি মারার কারণে আজ আমার ভবিষ্যৎ
অন্ধকার হয়ে গেল।
আমার অনাগত সন্তানের মৃত্যু হলো। আমি এর উপযুক্ত বিচার দাবি করছি। আমার সন্তান
ফেরত পাবোনা জানি কিন্তু ইয়াকুব আলীর গংদের উপযুক্ত বিচার আমি পাব এই আসা
আমার আছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে বোরহানউদ্দিন থানার
ওসি (তদন্ত) মোঃ আবদুল কাদের লিখিত অভিযোগ টি এজাহার হিসেবে গ্রহণ করেন।