লালমোহন প্রতিনিধি:
ভোলার লালমোহনে ফুটপাত দখল করে অবৈধভাবে বসানো দোকান-পাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। সোমবার দুপুরে লালমোহন পৌর শহরের ফুটপাতের ওপর স্থাপিত এসব দোকান-পাট উচ্ছেদ করেন তিনি। এসময় বেশ কয়েকটি দোকান ও যানবাহনকে জরিমান করেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান খন্দকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস, ওয়ার্ড কাউন্সিলর জুলফিার মিয়া, হেলাল উদ্দিন, সাইফুল কবীর প্রমুখ।