স্পোর্টস ডেস্ক :
চলতি বছর ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ। রঙিন পোশাকে অনেকদিন ধরেই বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। বিশেষত, ৫০ ওভারের খেলায় বাংলাদেশ এখন যে কোনো প্রতিপক্ষকে হারাবার সক্ষমতা রাখে। তাই, এবারের বিশ্বকাপকে ঘিরে স্বপ্ন বুনছে সবাই। বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও মনে করছেন, এই দলটাই সবচেয়ে অভিজ্ঞ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প। আজ বুধবার (২১ জুন) অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশের অন্যতম ভরসা মিরাজ। অনুশীলন নিয়ে মিরাজ বলেন, ‘বিশ্বকাপ বেশি দেরি নেই। সবমিলিয়ে আমরা যেভাবে অনুশীলন করছি, ভালো অনুশীলন হচ্ছে। সবাই সবার রোলটা জানে। ছোট ছোট জায়গায় উন্নতি করতে হবে। সেসব নিয়ে কোচ খেলোয়াড়দের সঙ্গে কাজ করছেন।’
বাংলাদেশ দলে এখন অভিজ্ঞ খেলোয়াড়ের ছড়াছড়ি। সাকিব আল হাসান-তামিম ইকবালদের ছাড়াও যেখানে ম্যাচ জিতিয়ে আনতে পারছে তরুণরা, সেখানে বিশ্বমঞ্চে যারা খেলে এসেছে তাদের নিয়ে ভালো কিছুর আশা করা যেতেই পারে।
২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ দলের চেয়েও এই দলটাকে এগিয়ে রেখে মিরাজ বলেন, ‘আমাদের দলের ভেতর অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। অনেক বিশ্বকাপ খেলা খেলোয়াড় আছে। আমার কাছে মনে হয় এটিই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ দল, যারা অনেক বছর ধরে জাতীয় দলে খেলছে। আমরা যারা আছি, আমরাও অনেকদিন ধরে খেলছি। আমরা জানি বিশ্বকাপে কী ধরনের খেলা হয়। আমরা কীভাবে ওই জিনিসগুলো আয়ত্তে আনতে পারি, সেসব নিয়ে অনুশীলন করছি।’
চার বছর আগের আর পরের বাংলাদেশের পার্থক্যটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মিরাজ। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘২০১৯ সালে যে দলটা ছিল, আমি নতুন ছিলাম। আমার প্রথম বিশ্বকাপ ছিল। লিটন দার প্রথম বিশ্বকাপ ছিল। কিন্তু, এখন আমি, লিটন দা, মুস্তাফিজ, তাসকিন, শান্ত— আমরা কিন্তু প্রায় সাত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আশা করি অন্যতম ভালো একটা বিশ্বকাপ হবে।’