স্পোর্টস ডেস্ক :
আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এবারের বিশ্বকাপে অংশ নেবে ১০টি দল। ভারতের ১২টি শহরের ১২টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ভেন্যুগুলো
বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ১২টি শহরের ১২টি স্টেডিয়ামকে রাখা হয়েছে। ভেন্যুগুলো হল- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দারাবাদ, কলকাতা, লখনউ, ইন্দোর, রাজকোট ও মুম্বাই।