বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

যেসব ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ

যেসব ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ

স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর ম্যাচটি হবে ধর্মশালায়। আজ (মঙ্গলবার) ২০২৩ ওডিআই বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সামনে রেখে প্রস্তুতির পাশাপাশি পরিকল্পনা সাজাতে ব্যস্ত বাংলাদেশ দল। বিশ্বকাপের ছয়টি ভেন্যুতে নয়টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুইটি করে ম্যাচ খেলবে কলকাতা, পুনে ও ধর্মশালায়। এছাড়া একটি করে ম্যাচ রয়েছে বেঙ্গালুরু, মুম্বাই ও চেন্নাইতে। আর প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনও আইসিসির পাঠানো খসড়া সূচিতে অনুমোদন দেয়নি। পছন্দের ভেন্যুতে খেলতে চেয়ে আইসিসিকে বড় লিস্ট ধরিয়ে দেয় পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু চাওয়া মেনে নিয়েছে আইসিসি। ফলে সূচি নিয়ে জটিলতাও কেটে গেছে।

১০ দল নিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের ১০টি শহরের ১২ থেকে ১৫টি ভেন্যুতে ৪৬ দিনে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের ট্রফি ট্যুরও। তিন দিন বাংলাদেশে অবস্থান করবে বিশ্বকাপ ট্রফি। ৭ থেকে ৯ আগস্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এ ট্রফি সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech