বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

মেসির গোল এবার ইউরোপ সেরার স্বীকৃতি পেল

মেসির গোল এবার ইউরোপ সেরার স্বীকৃতি পেল

স্পোর্টস ডেস্ক :
ইউরোপীয় ফুটবল অধ্যায়ের ইতি টেনে নতুন গন্তব্য আমেরিকায় লিওনেল মেসি। চ্যাম্পিয়নস লিগের গত মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি দলীয়ভাবে ব্যর্থ হলেও ব্যক্তিগত নৈপুণ্যের সুবাদে চ্যাম্পিয়নস লিগের বর্ষসেরা গোলের পুরস্কার জিতেছেন ক্লাবটির সাবেক তারকা লিওনেল মেসি।

গত বৃহস্পতিবার (২৯ জুন) অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষে অসাধারণ একটি গোল করেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা। সমর্থকদের ভোটে সেটি নির্বাচিত হলো ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার সেরা গোল।

গত বছরের অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় রাউন্ডে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে ম্যাচের ২২তম মিনিটে দুর্দান্ত গোল করেছিলেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের নজরকাড়া শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে পড়েও কিছুতেই বলের নাগাল মেলেনি প্রতিপক্ষ গোলরক্ষকের। যদিও পরবর্তীতে আসরের শেষ ষোলো থেকে ছিটকে যায় ফরাসি ক্লাবটি।

উয়েফার টেকনিক্যাল প্যানেল চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমের সেরা ১০টি গোল নির্বাচন করে। এরপর ভোটের আয়োজন করা হয়। সেখানে সমর্থকরা ভোট দিয়ে ৩৬ বছর বয়সী মেসির সেই গোলকে সেরা হিসেবে নেছে নিয়েছেন।

বিশেষজ্ঞদের ভোটে সেরা হয়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। গ্রুপ পর্বে সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক কায়দায় ওই গোল পেয়েছিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। তবে সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা পেয়েছে হালান্ডের গোলটি। দ্বিতীয় স্থানে রয়েছে সিটির বিপক্ষে সেমিফাইনালে করা রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের গোলটি।

পিএসজির সঙ্গে দুই বছরের চুক্তির ইতি ঘটার পর মেসি ইউরোপ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার নতুন ঠিকানা যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি। চলতি মাসেই নতুন ক্লাবের হয়ে মাঠে নামতে পারেন এই কিংবদন্তি ফুটবলার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech