স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
সিলেটের পক্ষে টস করেছেন তাদের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তবে ইনজুরির কারণে এ ম্যাচে নেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
তার পরিবর্তে ইমরুল কায়েস অধিনায়কত্ব করবেন, এমনটাই শোনা যাচ্ছিলো চট্টগ্রামের টিম ম্যানেজম্যান্টের সূত্র ধরে। তবে ইমরুল নয়, চট্টগ্রামের হয়ে টস করেছেন ক্যারিবীয় অলরাউন্ডার রায়াদ এমরিট।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
রায়াদ এমরিট (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসেন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ ও মুক্তার আলি।
সিলেট থান্ডার্স একাদশ
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জনসন চার্লস, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন চৌধুরী, ক্রিসমান সান্তোকি, জীবন মেন্ডিস ও নবীন উল হক।