বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তবে কী ফের শাকিব খানের সাথে সংসার শুরু করছেন অপু ?

তবে কী ফের শাকিব খানের সাথে সংসার শুরু করছেন অপু ?

বিনোদন ডেস্ক :
মার্কিন মুলুকে বেশ ফুরফুরে মেজাজেই ঘুরতে দেখা গেছে ঢাকাই চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসকে। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তারা ঘুরে বেড়িয়েছেন নানা জায়গায়। তাদের এই ঘোরাঘুরি খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। অনেকের মনেই প্রশ্ন, তবে কী আবার সংসার পাতছেন অপু-শাকিব?

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তাড়াহুড়ো করেই কলকাতায় উড়াল দিয়েছেন অপু। তবে সেখানে গিয়েও রক্ষা নেই। উঠলো প্রশ্ন, তবে কী ফের শাকিব খানের সাথে সংসার শুরু করছেন? অপু অবশ্য প্রশ্নটা এড়িয়ে যাননি। তবে উত্তর দিয়েছেন কৌশলে। বলেছেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছা বার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’

অপু যুক্তরাষ্ট্র ভ্রমণের একটা কারণও জানিয়েছেন, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ গোটাটাই ছেলে জয়ের কথা ভেবে। বাবা-মাকে একসঙ্গে পেয়ে সে তো খুব খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়ত। মাঝে মধ্যে একটু বায়না করত। যা দেখছে, তাই কিনবে। তখন একটু শাসন করতে হয় আর কি, বাচ্চা তো!’

‘লাল শাড়ি’ সিনেমা নিয়ে কলকাতায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অপু। সেখানে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভীষণ ক্লান্ত, তবুও কলকাতার মানুষের ভালবাসার টানেই চলে আসা। ‘লাল শাড়ি’ দেখানো হচ্ছে চলচ্চিত্র উৎসবে। তার উপর আবার প্রযোজক হিসাবে অভিষেক। তাই বাড়তি উত্তেজনা রয়েছে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech