বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বৃষ্টি ও বন্যার কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি

বৃষ্টি ও বন্যার কারণে এবার ডেঙ্গুর প্রকোপ বেশি

ডেস্ক রিপোর্ট :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এ বছর বন্যা ও বৃষ্টি বেশি হওয়ায় মশা বেড়েছে, আর মশা বাড়ায় ডেঙ্গুও বেড়েছে। তবে, সরকার ডেঙ্গুর চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আজ রোববার (৩০ জুলাই) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতকরণ অনুষ্ঠান শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে দুইশর বেশি লোক মারা গেছে এবং ৪০ থেকে ৪৫ হাজার লোক আক্রান্ত হয়েছে। সরকার ডেঙ্গুর চিকিৎসায় সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা-উপজেলা থেকে শুরু করে বড় বড় শহরে এবং মেডিকেল কলেজ হাসপাতালে সব জায়গাতেই ডেঙ্গুর জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়েছে।  ডেঙ্গুর চিকিৎসার জন্য  পর্যাপ্ত ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা আছে।  ডাক্তার-নার্সদের ডেঙ্গুর চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধীরে ধীরে ডেঙ্গুর প্রকোপ কমে আসবে এবং এক সময় বাংলাদেশ থেকে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে।’

জাহিদ মালেক বলেন, ‘বর্তমান সরকার সুনামগঞ্জের মতো হাওর এলাকার চিকিৎসার মান বাড়াতে কাজ করে যাচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী এসময় বিএনপির রাজনীতি নিয়ে বলেন, ‘বিএনপি দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে কখনও কাজ করে না। তারা সংবিধান মানে না এবং এখনও রাজপথে গাড়ি পোড়ায়।  তাদের হাতে দেশ নিরাপদ নয়।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমাম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার  মো. খুরশীদ আলম,  স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান,  জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech