বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই টিকিট শেষ ‘প্রিয়তমা’র,

অস্ট্রেলিয়ায় মুক্তির আগেই টিকিট শেষ ‘প্রিয়তমা’র,

বিনোদন ডেস্ক :
মুক্তির আগেই অস্ট্রেলিয়ায় সাড়া ফেলেছে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ও হিমেল আশরাফ পরিচালিত ছবি ‘প্রিয়তমা’। আগামী ৫ আগস্ট সিডনির হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে ছবিটির প্রিমিয়ার হবে। প্রিমিয়ারের টিকিট শেষ হয়ে যাওয়ায় দর্শকদের অনুরোধে একই দিনে ছবিটির দু’টি শো হতে যাচ্ছে।

৫ আগস্ট সন্ধ্যা ৬টায় হোয়েটস ব্যাংকসটাউন সিনেমা হলে চলবে প্রিয়তমা। দুটো শো-ই হাউসফুল। এরপর সিডনির ব্যাংকসটাউনের পর ব্ল্যাকটাউন, মাউন্ট ড্রুট, ক্যাম্বেলটাউন এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সব অন্য সবগুলো স্টেট এর ক্যানবেরা, মেলবোর্ন,পার্থ, অ্যাডিলেড, ব্রিজবেনে, ডারউইন এবং হোবার্ট সিটিতে চলবে ‌‘প্রিয়তমা’। অস্ট্রেলিয়ার প্রায় ২০টি শহরে চলবে শাকিব খানের এই ছবি।

অস্ট্রেলিয়ার পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডেও খুব শিগগিরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ায় প্রিয়তমা পরিবেশন করছে ঈগল এন্টারটেইনমেন্ট ও ক্রেইজি টিকেটস। ঈগল এন্টারটেইনমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর সাবিবর চৌধুরী বলেন, ‌‘বাংলাদেশের ছবিগুলোর ব্যাপক চাহিদা তৈরি হচ্ছে অস্ট্রেলিয়ায়। শাকিব খানের ফ্যান ফলোয়ারের তালিকায় বাংলাদেশি ছাড়াও প্রচুর ভারতীয়রাও আছেন। অস্ট্রেলিয়ায় বসবাসরত এমন অনেক ভারতীয়ও ছবিটি দেখতে আগ্রহী। ছবিটি ঘিরে দুই দেশের দর্শকদের মধ্যেই বিপুল আগ্রহ দেখছি। প্রিয়তমা বাংলাদেশ মাত করেছে। ঈদের পর থেকেই সেই আঁচ অস্ট্রেলিয়াতেও। অস্ট্রেলিয়ান দর্শকরা প্রিয়তমার জন্য অনেকদিন অপেক্ষা করেছিলেন। অবশেষে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।’

হিমেল আশরাফ দীর্ঘ ছয় বছর পর বড় পর্দায় ফিরেছেন প্রিয়তমা চলচ্চিত্রটি দিয়ে। চলচ্চিত্রটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করছেন শাকিব খান ও ইধিকা পাল। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্ত ও লুৎফর রহমান জর্জসহ আরও অনেকে। ভার্সেটাইল মিডিয়া এর আরশাদ আদনান প্রযোজিত ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফারুক হোসেন এবং হিমেল আশরাফ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech