পটুয়াখালী জেলার শিক্ষার সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ ও পারস্পারিক সহযোগিতা- এ উপলব্ধিকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালীর উদ্যোগে ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার বিকাল ৪ টায় পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সভা কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতে শুভে”ছা বক্তব্য প্রদান করেন সনাক এর শিক্ষা বিষয়ক উপকমিটির আহবায়ক সুনীতি সুধা দাস।
পরবর্তীতে সভার আলোচ্য বিষয়সমূহ উপ¯’াপন করেন টিআইবি’র এরিয়া ম্যানেজার শেখ মোঃ ওবায়দুর রহমান। সনাক সদস্য জনাব পীযূষ কান্তি হরি তার বক্তব্যে বলেন, আমরা সনাক টিআইবি পটুয়াখালীর পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ জেলার পশুরীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে কাজ করে আসছি। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের এবং ¯’ানীয় জনগণের প্রচেষ্টায় বর্তমানে বিদ্যালয়টি এ গ্রেডে উন্নতীকরন সহ বিভিন্ন দিকের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। বিদ্যালয়টিতে ২১ সদস্য বিশিষ্ট একটি এক্টিভ মাদার গ্রুপ রয়েছে যারা বিভিন্নভাবে বিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যা”েছ পাশাপশি বিদ্যালয়ের প্রতি মায়েদের সচেতনতা বৃদ্ধি পা”েছ।
পশুরীবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শারমিন সুলতানা বলেন, বর্তমানে বিদ্যালয়ের সার্বিক অব¯’া পূর্বের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলেরই একটি উদ্যেগী মনোভাব ও ঐকান্তিক প্রচেষ্টা ছিল একটি সম্মানজনক অব¯’ায় প্রতিষ্ঠানটিকে নিয়ে আসার জন্য এবং আমার মনে হয় আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি।
বিদ্যালয়ের আজকের এই অব¯’ান সৃষ্টিতে সহযোগীতার জন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও সনাক পটুয়াখালীকে ধন্যবাদ জানাই। প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইয়াদুজ্জামান বলেন, আমরা শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি পাশাপাশি স্ব”ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্য আমাদের সুনিদিষ্ট পদক্ষেপ রয়েছে। বর্তমানে জেলার প্রাথমিক বিদ্যালয়সমূহে ভর্তি বা পরিক্ষার ফী অথবা অন্য যে কোন অনৈতিক লেনদেন সংঘঠিত হবার ব্যাপারে কোন অভিযোগ দাখিল করলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস পটুয়াখালীর পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যব¯’া গ্রহন করা হয়। জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে বালক ও বালিকাদের জন্য আলাদা আলাদা টয়লেট করার কাজ প্রায় শেষের পর্যায়ে।
আমরা সনাক-টিআইবির প্রতি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে ধন্যবাদ জানা”িছ এবং তারা তাদের এ ধরনের কাজ জেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়সমূহে বাস্তবায়ন করবে এই প্রত্যাশা করছি।