বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে গাজা নিয়ে তিন সহস্রাধিক চিকিৎসকের চিঠি

ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে গাজা নিয়ে তিন সহস্রাধিক চিকিৎসকের চিঠি

ডেস্ক রিপোর্ট :
ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কাছে জমা দেওয়া একটি চিঠিতে গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ৩,০০০ স্বাক্ষরকারীর মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের প্রায় ২,৯০০ চিকিৎসক এবং মেডিকেল ট্রেড ইউনিয়নের সদস্যরা।

চিঠিতে বলা হয়েছে, গাজায় আমাদের চিকিৎসা সহকর্মীরা ক্লান্ত হয়ে পড়েছেন এবং রোগীদের যত্ন নেওয়ার জন্য প্রয়োজনীয় সম্পদ শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি টেকসই বা মানবিক নয় এবং স্পষ্টভাবে নৈতিক ও আইনগতভাবে অগ্রহণযোগ্য।

ইসরায়েলের নির্বিচার হামলার পাশাপাশি সর্বাত্মক অবরোধের কারণে সৃষ্ট জ্বালানিসংকটে মুখ থুবড়ে পড়েছে গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা। সেখানকার বেশির ভাগ স্বাস্থ্যকেন্দ্রই বন্ধ হয়ে গেছে। জ্বালানিসংকটে এখন একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে হাসপাতালগুলো।

জ্বালানির অভাবে ৩ নভেম্বর থেকে গাজার প্রধান হাসপাতাল আল-শিফা এবং ইন্দোনেশিয়া হাসপাতালের মূল জেনারেটর বন্ধ রয়েছে। ইন্দোনেশিয়া হাসপাতালের বিকল্প জেনারেটরের আর মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি আছে বলে চিকিৎসকেরা বুধবার সতর্ক করেছেন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech