বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

প্রতীক বরাদ্দের পর ছাপা হবে ব্যালট

প্রতীক বরাদ্দের পর ছাপা হবে ব্যালট

ডেস্ক রিপোর্ট :
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন। এদিন ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশনে (ইসি)। গতকাল বুধবার (১৫ নভেম্বর) ঘোষণা করা হয়েছে তফসিল। অন্যান্য প্রস্তুতির পাশাপাশি প্রতীক বরাদ্দ, ব্যালট ছাপা ও তা জেলায় পাঠানো নিয়ে চলছে পরিকল্পনা। এরইমধ্যে ইসি সচিব মো. জাহাংগীর আলম জনিয়েছেন, প্রতীক বরাদ্দের পর থেকে ছাপানো হবে ব্যালট পেপার। আর নির্বাচনের তিন থেকে চার দিন আগে যাবে জেলা পর্যায়ে। যদিও ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোটের মাঠে ব্যালট পেপার পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে ইসির মুখপাত্র এ কথা বলেন।

এর আগে ব্যালট পেপার ভোটের দিন সকালে পাঠানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। কাগজের ব্যালটের নির্বাচনে যাতে কোনো রকম অপব্যবহার না হয়, সেজন্য ইসি এই কৌশল অবলম্বন করতে পারে বলে জানান তিনি।

এই বিষয়ে প্রশ্ন করা হলে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘ভোটের মাঠে ব্যালট পেপার কখন যাবে এই বিষয়টি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে সিদ্ধান্তের ব্যাপারে কমিশন এখনও অবহিত করেনি।’

তফসিল ঘোষণার পর থেকে নিয়োগ বদলি ও রাজনৈতিক চাপ অনুভব করছেন কি? এ প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, নির্বাচনকালীন সময়ে সরকারের কোন কোন বিষয় পূর্ব অনুমোদন করতে হবে তা আরপিওতে সুস্পষ্ট বলা আছে। সেখানে বলা আছে জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও তাদের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির পূর্ব অনুমোদন গ্রহণ করতে হবে। গতকাল সন্ধ্যায় তফসিল ঘোষণা হয়েছে, তার আগ মুহূর্তের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, তফসিল ঘোষণার পর আমাদের কাজ

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech